সকল মেনু

ভীতিকর পরিবেশ সৃষ্টি করে সরকারকে আলোচনায় বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মহীউদ্দিন খান আলমগীর_2973 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  কোনো প্রকার ভীতিকর পরিবেশ সৃষ্টি করে সরকারকে আলোচনায় বসানো যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর। তিনি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে এ কথা বলেন। তিনি বলেন, আলোচনায় গণতান্ত্রিক দল হিসেবে আমরা ভীত নই। কিন্তু কোনো ভীতিকর পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে আলোচনায় বসানো যাবে না। কোনো অন্যায় দাবি আমাদেরকে দিয়ে গ্রহণ করা সম্ভব হবে না। তিনি আরো বলেন, সা¤্রতিককালে এই আলাপ আলোচনার মোড়কে বিরোধী দল তাদের ধংসাত্মক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্যে অপচেষ্টা চালাচ্ছে তা দেশবাসী বুঝতে সক্ষম হয়েছে। দেশের সচেতন নাগরিক তাদের এ দুস্কর্ম সম্পর্কেও অবগত আছে। মন্ত্রী বলেন, তাদেরকে সুষ্টভাবে সরকারের তরফ থেকে বলতে চাই, গণতান্ত্রিক শক্তি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া পদ্ধিতি হিসেবে আমরা গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত করার সম্পর্কে যে কোনো সময় যাদের প্রয়োজন তাদের সাথে আলোচনায় বসতে উদগ্রীব। কিন্তু আমরা কোনো আলোচনায় কোনো ভীতিকর পরিবেশে অনুষ্ঠিত হবে এটা আমাদের কাম্য নয়। এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগ প্রমুখ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top