সকল মেনু

দৃষ্টি প্রতিবন্ধিদের সাভারে হা-ডু-ডু প্রতিযোগিতা

xSavar20131027153817.jpg.pagespeed.ic.l88ervFopY (1) সাভার প্রতিনিধি, ২৭ অক্টোবর :  চোখে দেখি না বলে আমরা অন্ধ-কিন্তু আমাদের মন অন্ধ নয়, আমরা খেলতে চাই, জিততে চাই, পুরস্কার পেতে চাই। এভাবে নিজের অনুভূতি প্রকাশ করছিলেন দৃষ্টি প্রতিবন্ধি কাইয়ুম। সাভারের হেমায়েতপুরে অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধিদের অংশগ্রহণে হা ডু ডু খেলায় বিজয়ী দলের নেতৃত্ব দিয়েছেন এই দৃষ্টি প্রতিবন্ধি। তার দল রাজফুলবাড়িয়া দৃষ্টি প্রতিবন্ধি সংঘ প্রতিযোগিতা করেছে মানিকগঞ্জ দৃষ্টি প্রতিবন্ধি দলের সঙ্গে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হা ডু ডু প্রতিযোগিতা রোববার বিকেলে উপভোগ করেছেন দূরদূরান্ত থেকে আসা ১০ সহস্ররাধিক দর্শক। নগরায়নের ফলে শহর থেকে তো বটেই গ্রাম থেকেও হারিয়ে যেতে বসেছে হা ডু ডু খেলা। ঢাকার অদূরে সাভারে এই হা ডু ডু প্রতিযোগিতা কতদিন আগে শেষবার অনুষ্ঠিত হয়েছে তা মাঠে খেলা দেখতে আসা দর্শকদের কেউ বলতে পারেননি।  তবে দৃষ্টি প্রতিবন্ধিদের অতুলীয় পারফরমেন্স মুগ্ধ করেছে তাদের। শাপলা প্রতিবন্ধি সংঘ নামের একটি সংগঠন আয়োজন করে এ প্রতিযোগিতার।বোরবার বিকেল ৫ টায় হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়োজন করা হয়েছিল দৃষ্টি প্রতিবন্ধিদের অংশগ্রহণে এ হা ডু ডু খেলার এ প্রতিযোগিতা। নির্ধারিত একঘণ্টার মধ্যেই রাজফুলবাড়িয়া দৃষ্টি প্রতিবন্ধি সংঘ ৩ পয়েন্টের ব্যবধানে মানিকগঞ্জ দৃষ্টি প্রতিবন্ধি দলকে হারাতে সক্ষম হয়। কিন্তু দর্শকদের বাড়তি চাওয়ার ফল হিসেবে খেলা চলে আরো আধাঘণ্টা। পুরস্কার নেয়ার পর রাজফুলবাড়িয়া দৃষ্টি প্রতিবন্ধি সংঘের দলনেতা কাইয়ুম জানান, ১৪ বছর আগে আকস্মিক টাইফয়েট জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। এরপর থেকে সব আনন্দ হারিয়ে যায় তার। বর্তমানে তার বয়স ৩৫ বছর। প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের দাবি জানান কাইয়ুম। জন্মের পর আর পৃথিবীর আলো দেখতে না পাওয়াসহ দুদেলর মোট ১৬ জন প্রতিবন্ধি অংশ নেন এ প্রতিযোগিতায়। সারাদেশের অবহেলিত প্রতিবন্ধিদের চিত্ত বিনোদনে সমাজের সক্ষম মানুষদের এগিয়ে আসতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান শাপলা প্রতিবন্ধি সংঘের প্রধান পৃষ্ঠপোষক রাজিব হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top