সকল মেনু

যশোর হাসপাতালকে মডেল হাসপাতাল করার ঘোষণা

xsastho-0020131026182226.jpg.pagespeed.ic.O-JKa-BaLA  জেলা প্রতিনিধি, বেনাপোল ২৭ অক্টোবর:  যশোর আড়াইশ’ শয্যা হাসপাতাল থেকে গত এক বছরে বহিঃবিভাগ থেকে ২ লাখ ৬২ হাজার রোগী চিকিৎসা নিয়েছে। এসময় ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৯৮০ জন। অপারশেন করা হয়েছে ৬ হাজার ২৮৮ জন রোগীর। সিসিইউ থেকে চিকিৎসা গ্রহণ করেছেন ৩৬৯ জন রোগী। তবে গত এক বছরে এই হাসপাতালে মারা গেছেন ২ হাজার ১৯ জন রোগী। শনিবার বেলা ১২টার দিকে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই তথ্য তুলে ধরা হয়। হাসপাতালের নবাগত ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ইয়াকুব আলী মোল্লার যোগদান উপলক্ষে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ইয়াকুব আলী মোল্লা হাসপাতালকে আরবান মডেল হাসপাতালের আদলে যশোর হাসপাতাল গড়ে তোলার ঘোষণা দেন। যেখানে আধুনিক অপারেশন থিয়েটারসহ পোষ্ট অপারেটিভ ওয়ার্ড থাকবে। রোগীদের সুবিধার্তে হাসপাতালের মধ্যে ফার্মেসি ও ক্যান্টিন স্থাপন করা হবে। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সালাউদ্দিন আহমদ, সহকারী পরিচালক শ্যামল কৃঞ্চ সাহা, আবাসিক মেডিকেল অফিসার কামরুল ইসলাম বেনু, গাইনি বিশেষজ্ঞ রবিউল ইসলাম, অর্থপেডিক বিশেষজ্ঞ শামসুল আরেফিন, আবদুর রউফ, চক্ষু বিশেষজ্ঞ হিমাদ্রি শেখর, সার্জারি বিশেষজ্ঞ এনকে আলম, দন্ত বিশেষজ্ঞ শামিম আহমেদ প্রমুখ।হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সালাউদ্দিন আহমদ নিজের ব্যর্থতা স্বীকার করে বলেন, আমি দায়িত্বে থাকাকালে হাসপাতাল থেকে দালাল, নেশাখোরদের অবাধ যতায়াত বন্ধ করতে পারিনি। আশা করি নতুন তত্ত্বাবধায়ক সেটি করতে পারবেন। গত এক বছরে তিনি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় করেছেন বলে জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top