সকল মেনু

মাহবুব-উল আলম হানিফকে অব্যাহতি

Hanif20131027124908.jpg.pagespeed.ce.Vcssmzt7G1মেহেদী হাসান নিয়াজ,হটনিউজ২৪বিডি.কম: আওয়ামী লীগের যুগ্ন-সাধরণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর ইচ্ছায় এ সিদ্ধান্ত বলে জানিয়েছে সূত্রটি। জনপ্রশাসন মন্ত্রনালয়ে এরই মধ্যে এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছেন বলেও নিশ্চিত করেছে সূত্র। এ ব্যাপারে জানতে চাওয়া হলে মাহবুব উল আলম হানিফ মিডিয়া কর্মীদের বলেন, তিনি নিজেই এই পদটিতে থাকতে চাননি।হানিফ বলেন, আসন্ন নির্বাচনে আরও সম্পৃক্ত হয়ে কাজ করার লক্ষেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম। তিনি সেই আবেদন মঞ্জুর করেছেন। উল্লেখ্য কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন প্রার্থী মাহবুব উল আলম হানিফের ওপর আগে থেকেই প্রধানমন্ত্রী কিছুটা নাখোশ ছিলেন সেকথা সংবাদমাধ্যমে এসেছে। এমনও তথ্য রয়েছে সম্প্রতি কুষ্টিয়া আওয়ামী লীগের তৃনমূল পর্যায়ের নেতারা হানিফের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আনলে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে তাকে পদত্যাগ করতেও বলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top