সকল মেনু

দেওয়ানগঞ্জে বিএনপির সাথে পুলিশ ও আ’লীগের সংর্ঘষ

images (2) বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :  জামালপুরের দেওয়ানগঞ্জে হরতালে পিকেটিং করার সময় বিএনপির সাথে পুলিশ ও আওয়ামীলীগের ত্রিমুখী সংর্ঘষে পুলিশের এক উপ-পরিদর্শকসহ অন্তত ২৮জন আহত হয়েছে।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যাপক লাঠি চার্জ ও ১৬ রাউন্ড রবার বুলেট নিক্ষেপ করা হয়। পুলিশের দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী দেওয়ানগঞ্জ বাজারের মুক্তিযোদ্ধার মোড়ে জোড় পুর্বক দোকান-পাট ব্যাবসা প্রতিষ্ঠান ও রাস্তা বন্ধ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পিকেটিংকারীদের সাথে আওয়ামীলীগ ও পুলিশের সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষে দেওয়ানগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন,ছাত্রদল নেতা মানিক,হৃদয়সহ বিএনপির ২৭ নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৬ রাউন্ড রবার বুলেট ও ব্যাপক লাঠি চার্জ করে। অপর দিকে চুকাইবাড়ি ইউনিয়নের বিএনপির অফিস ভাংচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও বকশীগঞ্জে সর্বাত্বক হরতাল পালিত হয়েছে। সকালে বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার এর নেতৃত্বে মিছিল বের করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top