সকল মেনু

মৌলভীবাজারে ১৮ দলীয় জোটের হরতাল

Moulvibazar 18th Party Hortal pic মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজারে ১৮ দলীয় জোটের ডাকে হরতাল শান্তিপূর্ন ভাবে চলছে। রোববার সকাল ১১ টায় পশ্চিমবাজার এলাকায় টায়ার জ্বালিয়ে মানুষের মধ্যে আতংক সৃষ্টিসহ শহরের সমশের নগর সড়কে জামায়াত শিবিরসহ বিএনপি নেতা মতিন বক্স, সাদিকুর রহমান ছাদিক, মাহমুদুর রহমান ও রিপনের নেতৃত্বে, চাদঁনীঘাট বিএনপি নেতা আনছার মিয়া, যুবদল নেতা মুজিবুর রহমান মজনু ও মোবারকের নেতৃত্বে, কলেজ গেইটে জামায়াত শিবিরের নেতসহ বিএনপি নেতা ইফসুফ আলী, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ছাত্রদল নেতা আলী ছবদর বাবরের নেতৃত্বে ও শ্রীমঙ্গল সড়কে এডভোকেট আনোয়ার হোসেন শিবলী ও জাময়াত শিবিরসহ ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা রাস্তায় ইট- চেয়ার-টেবিল নিয়ে বসে ব্যারিকেট দিয়ে পিকেটিং করে এবং সরকার বিরোধী শ্লোগান দেয়। সাড়ে ৯টায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বড়হাট ও যুগীডর এলাকায় খন্ড খন্ড ঝটিকা মিছিল করে জামাত-শিবির, বিএনপি নেতা ফখরুল ইসলাম, যুবদল ও ছাত্রদল কর্মীরা। তবে ভৈরববাজার এলাকায় বরুনার বিএনপি নেতা নুরে আলমের নেতাকর্মীরা গাছ ফেলে রাস্তা বন্ধ করে রাখে সকাল ১০ টায়। ছোট ছোট যানবাহনসহ দুরপাল্লার সকল ধরনের যান চলাচল বন্ধ ছিলো। হরতালে স্কুল, কলেজ ও অনেক বানিজ্যিক প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি কম ছিল। তবে আদালতের কার্যক্রম ছিল বন্ধ । হরতালের কারনে দুর্ভোগে পড়েন সাধারন কর্মজীবি মানুষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও জেলার সকল উপজেলায় শান্তিপূর্নভাবে হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top