সকল মেনু

ব্রিজ ভেঙে খালে পড়ল মালবাহী টলি

mathbaria,,pic..22 (1) মঠবাড়িয়া পিরোজপুর,প্রতিনিধি:  মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া খালের আয়রন ব্রিজটি আজ মঙ্গলবার সকালে ভেঙে একটি টলি খালে পড়ে গেছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সাথে আমড়াগাছিয়া বাজারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল নয়টার সময় মালবাহী একটি টলি ব্রিজ পর হওয়ার সময় সেটি ভেঙে টলিটি খালে পড়ে যায়। এসময় আহত টলির চালক মিরাজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জনতা। এতে আমড়াগাছিয়া ও বেতমোর রাজপাড়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। তাৎক্ষনিক খেয়া নৌকায় মানুষ পারাপার হচ্ছেন। আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান সুলতান মিয়া বলেন, এলজিইডি তের বছর আগে ১২৩ ফুট ব্রিজটি নির্মাণ করে। ব্রিজের মাঝখানের ৫০ ফুট ভেঙে যাওয়ায় নতুন করে ব্রিজটি নির্মাণ করতে হবে। জরুরি ব্রিজটি নির্মাণ করা না হলে ২০ হাজার মানুষ উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য দুর্ভোগে পড়বে। স্থানীয় এমপি ডা. আনোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top