সকল মেনু

চাঁদপুরে জাল ও ইলিশসহ ১৮ জেলে আটক

atok-22 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে মাছ শিকারকালে প্রচুর জাল ও ইলিশসহ ১৮ জেলেকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার মেঘনা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানকালে ২২০ কেজি ইলিশ ও ৩ লাখ ৫৫ হাজার মিটার জাল আটক করা হয়।

কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২২০ কেজি ইলিশ ও ১ লাখ ৫৫ হাজার মিটার জাল এবং নৌ-পুলিশ ২ লাখ মিটার জাল ও ৩টি নৌকাসহ ১৮ জেলেকে আটক করেছে। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। প্রসঙ্গত, গত ১১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চাঁদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের ইলিশ বিচরণের নদীগুলোতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময় মাছ ধরা, পরিবহন, বিপনন ও সংরক্ষণ করা বেআইনি ঘোষণা করেছে সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top