সকল মেনু

হঠাৎ বেড়ে গেছে কোরবানির পশুর দাম

ঢাকা ১৪ অক্টোবর (হট নিউজ24বিড.কম) : কয়েক দিন কোরবানির পশুর দাম সহনীয় থাকলেও হঠাৎ করে সোমবার রাজধানীর হাটগুলোতে বেড়ে গেছে পশুর দাম। ঈদের আগ মুহূর্তে এ দাম বৃদ্ধিতে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
5253962ae10bc-3
একাধিক সূত্রে জানা গেছে, দেশের সীমান্ত এলাকাগুলোর অবৈধ পথে গরু প্রবেশ নিয়ে সোচ্চার হয়ে উঠেছে খামারি ব্যবসায়ীরা। তাই রবিবার রাত থেকে ভারতীয় গরু প্রবেশ একরকম বন্ধ রয়েছে। ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীসহ সারাদেশের কোরবানির হাটগুলোতে।

সোমবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমনটিই দেখা গেছে। রবিবার সারাদিন যে গরু ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে, আজ তা বিক্রি হচ্ছে ৫৫ হাজার টাকা পর্যন্ত।

কমলাপুর বাজারের ক্রেতা মোতালেব সরদার জানান, গরুর দাম অনেক বেড়েছে। সোমবার বিকালে যে গরু ৬০ হাজার টাকা বিক্রি হচ্ছে, রবিবার ওই গরু রকম গরু ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

কমলাপুরে আসা শরীয়তপুরের ব্যবসায়ী তুষার, লোকমান জানান, গত ক’দিন ধরে যে পরিমাণ লোকসান গুনেছি। আজ মনে হচ্ছে পুষিয়ে নিতে পারব।

কেন দাম বাড়তি এর জবাবে তারা জানান, শুনেছি বর্ডার এলাকায় গরু আসা বন্ধ হয়ে গেছে এবং রাস্তায় গরুর ট্রাক আটকে থাকায় দাম বাড়ছে।

হাট ব্যবস্থাপকরা বলছেন, গত বছরের চেয়ে এ বছর গরু বেশি আসছে। পশু বেচা-কেনা  পুরোপুরি জমে উঠেছে। বর্তমান দামে বেপারিরা সন্তোষ প্রকাশ করছে।

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানি পশু বেচাকেনার জন্য ১৯টি অস্থায়ী হাট বসেছে। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে ১০টি এবং উত্তরে রয়েছে ৯টি। হাটগুলো হচ্ছে-গাবতলী হাট, মতিঝিলে কমলাপুর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, জিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ মাঠ,  আফতাবনগর- মেরাদিয়া বাজার, আরমানিটোলা মাঠ, উত্তর শাজাহানপুর রেলওয়ে মাঠ, ধুপখোলা মাঠ, পোস্তগোলা খালি জায়গা, উত্তরা আজমপুর প্রাইমারি স্কুলের মাঠ, খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকা সংলগ্ন খালি জায়গা, বনানী রেলস্টেশন সংলগ্ন খালি জায়গা, আগারগাঁও বস্তি সংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন-৬-এর ইস্টার্ন হাউজিং সংলগ্ন খেলার মাঠ, বারিধারার নুরের চালা মাঠ। প্রতিদিনই হাটগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকসহ বিভিন্ন যানবাহন যোগে পশু আসছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top