সকল মেনু

নড়াইলের চিত্রা নদীতে ট্রলার ডুবে কোরবানির হাটের ১০টি গরুর মৃত্যু

Munshiganj-cow20101115200422 ফরহাদ, নড়াইল:  নড়াইলের চিত্রা নদীর মহিষখোলা-জামরিলডাঙ্গা পয়েন্টে ট্রলার ডুবে ১০টি বড় আকারের ষাঁড় মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ষাঁড়গুলো কোরবানির হাটে বিক্রির জন্য নড়াইল থেকে খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল।

কালিয়ার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মাহাবুবুর রহমান জানান, পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা থেকে ট্রলারযোগে ১৩টি গরু খুলনায় নেয়ার সময় চিত্রা নদীর মহিষখোলা-জামরিলডাঙ্গা পয়েন্টে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে তিনটি গরু নদী তীরে উঠতে পারলেও ১০টি গরুসহ ট্রলারটি ডুবে গেছে। ক্ষতিগ্রস্থ গরুর মালিকরা জানান, তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ট্রলারের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখার কারণে গরুগুলো ডুবে মারা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top