সকল মেনু

স্কুলছাত্রের ভিন্ন এক অভিযান

Baby20131006210549 আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা, ৭ অক্টোবর :  ব্রিটেনের এক স্কুলছাত্র ভিন্ন এক অভিযানে নেমেছে। বিশ্বের প্রত্যেকটি দেশে সে চিঠি লিখবে তাও আবার নিজ হাতে! ইতোমধ্যেই ৫ বছর বয়সী টবি লিটেল ২৭১টি চিঠি লিখেছে। উত্তর পেয়েছে ৭৭টির। এসব চিঠি ছাত্র, শিক্ষক, স্বেচ্ছাসেবীদের লেখা হয়েছে। এমনকি কিরিবাতির প্রেসিডেন্টকেও লেখা হয়েছে একটি চিঠি। ব্রিটেনের ইয়র্কশায়ারের বলেস্টারটোনের বাসিন্দা টবির মা জানান, হঠাৎ একদিন সে স্কুল থেকে একটি বই নিয়ে আসে। তাতে কিভাবে নিউজিল্যান্ড যাওয়া যায় সেই বিষয়ে লেখা ছিল। টবি জানায়, সে নিউজিল্যান্ডে একটি চিঠি পাঠাতে চায়। এরপর আমি তাকে উৎসাহ দেই। এরপর সে কয়েকজন মানুষের কাছে চিঠি পাঠাতে চায়। তাতেও আমি উৎসাহ দেই। এরপর সে সারা বিশ্বে চিঠি পাঠানোর প্রত্যয় করে। তখন আমি একটু চিন্তায় পড়ি। কিন্তু সে ঠিকই তার পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছে। সে প্রতিদিনই নিজ হাতে চিঠি লিখছে। হয়তো সে সফল হবে! -ডেইলি মিরর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top