সকল মেনু

যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে কর্মকর্তারা সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছে- রেলমন্ত্রী

minister-4 এস এন ইউসুফ,৩ অক্টোবর : বৃহস্পতিবার সকালে কমলাপুর রেল স্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে রেলমন্ত্রী বলেন, আগের তুলনায় বর্তমানে রেলের প্রতি দেশের সর্বস্তরের মানুষের আস্থা বেড়েছে। যার কারণে টিকেট বিক্রিতে সীমাহীন চাপ বেড়েছে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর নির্দেশে আমরা আমাদের সীমিত সম্পাদ দিয়ে রেলকে পরিচালনা করে আসছি। এতে আমাদের ভূল ক্রুটি থাকতেই পারে তবে আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে রেলকে বিশ্বের উন্নতদেশের রেল ব্যবস্থার মতো গড়ে তুলতে। যা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত থাকলে অবশ্যই পূরণ হবে। মন্ত্রী এসময় আরো বলেন, ঈদের যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের বড় বড় স্টেশনে র‌্যাব, পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে। পূর্বের থেকে টিকেট কালোবাজারী সহ সকল প্রকাল দূর্নীতি আমরা অনেকাংশে কমিয়ে এনেছি। অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও রেল স্টেশন এলাকায় মাদকসেবীদেরও আমারা আমরা দূর করেছি। গত ঈদে ৬০-৭০ শতাংশ শিডিউল বিপর্যয় হলেও এবার শতভাগ শিডিউল বিপর্যয় রোধ করার চিন্তা আমাদের মাথায় রয়েছে এবং তা কার্যকর করা হবে। গত ঈদে ১৩৫ কোচ থাকলেও এবার ১১৮ কোচ রাখা হয়েছে। এবার ঈদকে সামনে রেখে নতুন ৩২টি ইঞ্জিন যোগ হয়েছে। কোচ বাড়ানোর সঙ্গে সঙ্গে তা বহরে যোগ হবে। আমাদের সম্পদ সীমিত। সীমিত সম্পদ দিয়ে সব মানুষকে ঈদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে হবে। এজন্য আগের চেয়ে যাত্রী সেবার মান বৃদ্ধি করা হয়েছে। ঈদে স্পেশাল সেবা দিতে রেল মন্ত্রণালয় সার্বক্ষনিক প্রচেষ্টা অব্যহত রয়েছে। বিগত সরকার ট্রেনের একটি বগি বা ইঞ্জিনও ক্রয় করতে পারেনি। বর্তমান সরকার ক্ষমতায় এসে রেলের আধুনিকায়ন ও সেবার মান বাড়িয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে আবার ক্ষমতায় আসলে ট্রেনকে বিশ্বের বিভিন্ন দেশের মতো আধুনিক করা হবে। এর পূর্বে মন্ত্রী কমলাপুর স্টেশনে ঈদের টিকেটের জন্য লাইনে দাঁড়ানো যাত্রীদের সঙ্গে কথা বলেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বদা দায়িত্ব পালনের তাগিদ দেন। এ সময় মন্ত্রীর সঙ্গে রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top