সকল মেনু

পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১

হটনিউজ ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছেন র‍্যাব-৭। কারখানাটি থেকে ১০টি বিভিন্ন ধরনের অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় অস্ত্র তৈরির কারিগর জাকির হোসেনকে আটক করা হয়।

বুধবার (৩১ আগস্ট) ভোরে বাঁশখালী উপজেলার পূর্বাঞ্চল দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।

তিনি বলেন, এ বিষয়ে নুরুল আবছার জানান, বুধবার ভোরে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। পরে কারখানাটিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। এসময় জাকির হোসেন নামে একজনকে আটক করা। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top