সকল মেনু

চাঁদপুরের মন্ডপগুলোতে দুর্গা পূজার প্রস্তুতি শেষের দিকে

download নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি শেষের পথে। মন্দির ও পূজা মন্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রং দেয়া, মন্ডপ ও মন্দিরগুলো সজানোর কাজ চলছে। দূর দূরান্ত থেকে শিশু-কিশোরসহ ভক্তরা প্রতিমা তৈরির কাজ দেখতে মন্ডপগুলোতে ছুটে আসছেন। প্রতিমা তৈরির শিল্পীরা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন। এই মন্ডপ থেকে ওই মন্ডপে ছুটোছুটি করে দ্রুত কাজ শেষ করতে তারা ব্যস্ত। এবার চাঁদপুর জেলার ৮ উপজেলার ১৮৩ টি মন্ডপে দুর্গ পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ২৫ টি, মতলব উত্তরে ৩০ টি, মতলব দক্ষিণে ৩২ টি, হাজীগঞ্জে ১৯ টি, শাহরাস্তিতে ১৫ টি, ফরিদগঞ্জে ১৭ টি, কচুয়ায় ৩৯ টি এবং হাইমচরে ৬ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা মন্ডপগুলোকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ইতিমধ্যেই শাহরাস্তির শাহপাড় চৌধুরী বাড়িতে নির্মায়মান দু’টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top