সকল মেনু

বিসিবি নির্বাচন ১০ অক্টোবর

BCB-Logo20130927034557  স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ২৭ সেপ্টেম্বর:  আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতিক্ষীত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। জানা গেছে ১৭২ জন কাউন্সিলর নির্বাচনে ভোট দেবেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত নবনির্মিত নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন। আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১লা অক্টোবর থেকে প্রার্থীদের মনোনয়নপত্র বিলির কাজ শুরু হবে। ৩ অক্টোবর মনোনয়নপত্র জমা নেয়া হবে। এবং সেগুলো যাচাই-বাছাই শেষে ৫ অক্টোবর তালিকা প্রকাশ করা হবে। আর এ জন্য আপিল শুনানী অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। কোন প্রার্থী চাইলে ৭ তারিখেই তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এবং ঐদিন বিকালেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নাম্বার দেয়া হবে। ১০ অক্টোবর নির্বাচনের সময় সীমা নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ওইদিন সন্ধ্যার মধ্যেই বিসিবি সভাপতির নাম জানা যাবে। এবারের বিসিবি নির্বাচনে সভাপতি পদে লড়বেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন এবং সাবেক সভাপতি সাবের হোসেন চেীধুরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top