সকল মেনু

নির্বাচন কমিশন বিতর্কিত কাজ করেনি-হানিফ

Hanif-2620130925204820  কাঞ্চন কুমার, কুষ্টিয়া, ২৬ সেপ্টেম্বর:  আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বতর্মান নির্বাচন কমিশন এ পর্যন্ত কোনো বিতর্কিত কাজ করেনি। এই কমিশনের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। বুধবার বিকেলে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। হানিফ বলেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ভোটার তালিকা নিয়ে যে প্রশ্ন তুলেছেন তা খুবই দুঃখজনক। তার কাছে কি এমন কোনো তথ্য আছে যে তথ্যের ভিত্তিতে তিনি এ অভিযোগ করেছেন?’ ‘তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন উনার আজ্ঞাবহ নির্বাচন কমিশনার এক কোটি ৩৫ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিল। তিনি সে অভিজ্ঞতা থেকেই এ কথা বলেছেন,’ যোগ করেন তিনি।খালেদা জিয়ার নির্বাচন প্রতিহত করার ঘোষণাকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি উল্লেখ করে হানিফ বলেন, ‘আমরা বলিনি যে বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করবো। তারাও নির্বাচনে অংশ নেবে। সুতরাং বিরোধী দল নির্বাচন বানচাল করবে এটা আমরা বিশ্বাস করি না।’ এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সুলতানা তরুণ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে হানিফ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top