সকল মেনু

যুবক্যাম্প নিয়ে সংবাদ সম্মেলন

Noakhali News(1)pic1 25.09.2013 (1) কামাল হোসেন মাসুদ, নোয়াখালী প্রতিনিধি:  দক্ষিণ-এশীয় জলবায়ু-কৃষি-পানি বিষয়ক যুবক্যাম্প ২৬ থেকে ২৮ তিনদিনব্যাপি নোয়াখালীতে ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ দেশী-বিদেশী ৮০জন যুবককে নিয়ে যুবক্যাম্প শুরু হচ্ছে। বুধবার নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবক্যাম্পের ঘোষণা দেন পার্টিসিপিটরী রিচার্স এক্যাশন নেটওয়ার্ক-প্রান নির্বাহী প্রধান ও দক্ষিণ এশীয় জলবায়ু-কৃষি-পানি বিষয়ক যুবক্যাম্পের সমন্বয়কারী নুরুল আলম মাসুদ, এসময় উপস্থিত ছিলেন আয়োজকদের মধ্যে হিউমেনেটিওয়াচের নির্বাহী প্রধান হাসান মেহেদী, অক্সপ্যামের পলেসি এডভোকেসী দক্ষিণ এশিয়া প্রধান আন্নারোজ, সমন্বয়ক জিয়াউল হক, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহা-সচিব মনিরুজ্জামান। দক্ষিণ এশিয়ার মোট জনগোষ্ঠীর প্রায় ২৭ ভাগ তরুণ যারা আধুনিক প্রযুক্তি বিশেষত সামাজিক সাইটগুলো ব্যবহার করে ইতোমধ্যেই বিশ্বব্যাপী সফল আন্দোলন গড়ে তুলেছে। তাদের এই শক্তিকে একত্রিত করা এবং ক্ষুদ্র প্রান্তিক উৎপাদকদের অীধকার নিশ্চিত করার জন্য দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ও আঞ্চলিক পর্যায়ে উদ্যোগ গ্রহণে নীতি-নির্ধারকদের প্রভাবিত করার জন্য এ ক্যাম্প আয়োজন করা হয়েছে বলে বক্তারা বলেন। ক্যাম্পে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে ৩০জন বিদেশী প্রতিনিধিসহ মোট ৮০জন প্রতিনিধি অংশ নিবেন। ক্যাম্পের প্রথম দিন (বৃহস্পতিবার) সকালে নোয়াখালী জিলা স্কুলে প্রতীকী বৃক্ষরোপণ, দ্বিতীয় দিন শুক্রবার জাতিসঙ্গ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে তরুণদের প্রতীকী অবস্থান ও তৃতীয় দিন শনিবার দক্ষিণ-এশীয় তরুণদের ঘোষণা ছাড়াও প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top