সকল মেনু

‘বিএনপি টেমস নদীর ওপারের নির্দেশের অপেক্ষায়’

হটনিউজ ডেস্ক:

‘বিএনপি নেতারা চাতক পাখির মতো টেমস নদীর ওপারের নির্দেশের অপেক্ষায় থাকে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৫ মে) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

‘জনগণ বিএনপি নেতাদের দিকে তাকিয়ে আছে’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, আসলে জনগণ তাকিয়ে নেই, জনগণ ভালো করেই জানে, বিএনপির নেতারা চাতক পাখির মতো টেমস নদীর ওপারের নির্দেশনার দিকে তাকিয়ে থাকে।

বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, যে দল তাদের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি, সেই দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ নেই।

এ সময় বিএনপি নেতাদের হুঁশিয়ার করে কাদের বলেছেন, আন্দোলনের নামে যদি আবারও জ্বালাও-পোড়াও করে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে তাহলে জনগণের জানমাল রক্ষায় দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি আসলে কী চায় তা তারা নিজেরাও জানে না। তারা একবার তত্ত্বাবধায়ক সরকার, কখনও নিরপেক্ষ আবার কখনও জাতীয় সরকার চায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top