সকল মেনু

বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হটনিউজ ডেস্ক;

কুমিল্লায় মালবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রামসহ তিন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লয়হীনতা আলী জানান, আজ সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছলে তিনটি বগি লাইন-চ্যুত হয়। এ সংবাদ পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে ২টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। ইতোমধ্যে একটি ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রাজাপুর স্টেশন এলাকায় পৌঁছালে ৩টি বগি লাইনচ্যুত হয়। যার ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করছে। যেহেতু লাইন বাঁকা হয়ে গেছে, স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top