সকল মেনু

রাজশাহীর সাংসদ মেরাজ মোল্লা লাঞ্ছিত

Merraj-0120130924194212  নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, ২৫ সেপ্টেম্বর :  রাজশাহীর মোহনপুরে গণসংযোগকে কেন্দ্র করে নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা। এ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে অন্ততঃ ৭ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলার ধোপাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা মোহনপুরের বাকশিমইল ইউনিয়নের ধোপাঘাটা এলাকায় নির্বাচনী গণসংযোগে যান। ধোপাঘাটা বাজারে এশার নামাজ শেষে করিষা গ্রামে গণসংযোগ শুরু করেন সাংসদ। এ সময় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিনের নেতৃত্বে সাংসদ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা সাংসদ ও তার সমর্থকদের কাছাকাছি পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। টানাহেচড়ার মধ্যে সাংসদ পুলিশ পাহারায় এলাকায় ত্যাগ করেন।  এদিকে এ ঘটনায় অন্ততঃ ৭ জন আহত হন। আহতরা হলেন, সালাউদ্দিন, হেনা, বাবুল, মিঠু, হাবিব, সাহিন ও সামসুল। তাদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  এ ব্যাপারে মোহনপুর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম বলেন, যেহেতু সাংসদ রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি তাই দলীয় নিয়মনীতি অনুসরণ করে তার গণসংযোগে যাওয়া প্রয়োজন। কিন্তু তিনি এসব নিয়মনীতি ভঙ্গ করে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ না রেখে নিজের মনোনীত লোকজনকে নিয়ে গণসংযোগে গেছেন। এ কারণে এ ঘটনা ঘটেছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম বলেন, দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top