সকল মেনু

মতিঝিলে মধুমতি ব্যাংক এর উদ্বোধনী অনুষ্ঠানে -রেলমন্ত্রী

 modhomoti bank এস এন ইউসুফ,হটনিউজ২৪বিডি.কম ,ঢাকা:  বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, ব্যাংক-বীমা হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম মাধ্যম। দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে ব্যাংক এর ভূমিকা রয়েছে। তাই আমি মনে করি মধুমতি ব্যাংক ও সততা-নিষ্ঠার সাথে তেমন ভূমিকা পালন করে যাবে। মন্ত্রী ব্যাংক এর সুবিধার কথা উল্লেখ করে বলেন, মধুমতি ব্যাংক মুক্তিযোদ্ধাদের জন্য যে সেবা প্রদানের কথা বলেছেন তা অবশ্যই প্রশংসার দাবী রাখে। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের জন্য মধুমতি ব্যাংক যে ঘোষনা দিয়েছে তা অবশ্যই মুক্তিযোদ্ধাদের জন্য কল্যান বয়ে আনবে। তিনি ব্যাংক এর উত্তরোত্তর সফল্য কামনা করে ব্যাংকে সঠিক ভাবে পরিচালনার জন্য সকল পরিচালক ও কর্মকর্তাদের প্রতি অহব্বান জানান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, ব্যাংক এর চেয়ারম্যান হুমায়ূন কবির, পরিচালক ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস এমপি, ব্যাংক এর পরিচালক ও মেঘনা গ্রুপ এর চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী কেক কেটে ব্যাংক এর মতিঝিল শাখার শুভ উদ্বোধন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top