সকল মেনু

ক্যাপসিকাম বাটা দিয়ে দারুণ স্বাদের সবুজ ইলিশ

হটনিউজ ডেস্ক:

ইলিশ মাছ খেতে পছন্দ করেন না, এমন বাঙালি মেলা ভার। বাঙালির পাতে ইলিশ মাছ উঠলে তার স্বাদ-গন্ধ যেন মন ভরিয়ে দেয়। ইলিশ দিয়ে বিভিন্ন পদ রান্না করা যায়। আজ আমরা জানাব, কীভাবে ক্যাপসিকাম বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করবেন।

আসুন, আমরা জেনে নিই সবুজ ভাপা ইলিশ রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. ক্যাপসিকাম বাটা

২. জায়ফল গুঁড়ো

৩. পুদিনা পাতা

৪. চিনি

৫. লবণ

৬. ইলিশ মাছ

৭. সরিষার তেল

প্রস্তুত প্রণালি

প্রথমে ইলিশ মাছের সাথে দুই টেবিল চামচ ক্যাপসিকাম পেস্ট, পরিমাণমতো লবণ, সামান্য জায়ফল গুঁড়ো, দুই টেবিল চামচ সরিষার তেল ও দুই চামচ পুদিনা পাতা বাটা দিয়ে ভালো করে মেখে ৩০ মিনিট রেখে দিতে হবে। এর পর ফয়েল পেপারে মুড়ে পানির মধ্যে দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১৫ মিনিট ভাপাতে হবে।

১৫ মিনিট শেষে উঠিয়ে পরিবেশন করুন। ব্যস, তৈরি হয়ে গেল সবুজ ভাপা ইলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top