সকল মেনু

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ সদস্যে’র মৃত্যু

হটনিউজ ডেস্ক:

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক আর্মড পুলিশ সদস্যে’র মৃত্যু হয়েছে। নিহতের নাম মীর আব্দুল হান্নান (৫৮)। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। গ্রামের বাড়ি সাতক্ষীরায় যাওয়ার পথে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।

মীর আবদুল হান্নান আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।

আবদুল হান্নানের স্ত্রীর বড় ভাই আবদুল মোমেন জানান, আবদুল হান্নান কর্মস্থল থেকে ছুটি নিয়ে রবিবার দুপুরে শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে বাসে চড়েন। বাসটি কেরানীগঞ্জের ঘাটারচর গেলে অচেতন হয়ে পড়েন তিনি। তখন তার কাছে থাকা মুঠোফোন দিয়ে পথচারীরা স্বজনদের ফোন করে বিষয়টি জানান। সন্ধ্যায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ সদস্য আবদুল হান্নান ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে অচেতন হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রবিবার রাতে তিনি মারা যান।

আবদুল হান্নান চতুর্থ এপিবিএন হেডকোয়ার্টারের অধীন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়ার আলাইপুরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রোববার বিকাল ৩টার দিকে অচেতন অবস্থায় এক পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top