সকল মেনু

মালয়েশিয়ায় ৭ বাংলাদেশির বিরুদ্ধে লুটের অভিযোগ

হটনিউজ ডেস্ক:

মালয়েশিয়ায় ৭ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩১ অভিবাসীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। চলতি সপ্তাহের বন্যায় ১৩টির মধ্যে ৯টি রাজ্যই তলিয়ে যায়। প্লাবিত হয় সেলাঙ্গর রাজ্যের শাহআলম এলাকার অন্যতম চেইন সুপারশপ মাইডিনও।

অভিযোগ রয়েছে, তলিয়ে যাওয়া সুপারশপ থেকে পণ্য লুট করে নিয়ে যায় একদল লোক।

তাদের মধ্যে বাংলাদেশিও ছিলেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের আপডেট নিউজ ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৭ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ১০, নেপালের ৯ ও মিয়ানমারের ৫ জন অভিবাসী রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top