সকল মেনু

স্মৃতিসৌধ এলাকায় তীব্র যানজট

হটনিউজ ডেস্ক:

মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকেই জাতীয় স্মৃতিসৌধ এলাকার সামনে থেকে শুরু করে দুই সড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট লক্ষ্য করা গেছে।

বেলা ১১টার দিকে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আরিচাগামী সড়কে বিশমাইল থেকে নবীনগর পর্যন্ত ও ঢাকাগামী সড়কে নবীনগর থেকে কহিনুরগেট পর্যন্ত যানজট তৈরি হয়েছে। অন্যদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে বাইপাল পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সাভার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুস সালাম বলেন, আমরা গতকাল রাত ২টা থেকে সবাই সড়কে অবস্থান করছি। সকাল পর্যন্ত সব কিছু ঠিক ঠাকই ছিল কিন্তু। সাধারণ জনগণ আসার পর থেকে কিছু কিছু পুরাতন গাড়ি সড়কেই নষ্ট হয়ে যাচ্ছে তাই যানজট বেড়ে গেছে। যানজট নিরসনেআমার সর্বোচ্চ চেষ্টা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top