সকল মেনু

মংলায় ২১ দফা দাবীতে আন্দোলন

images (4)শাখী হালদার,মংলা:  ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘মংলা বন্দর ডক শ্রমিক পরিচালনা বোর্ড’ বিলুপ্তির পর থেকে বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীরা তাদের ন্যার্য শ্রম মজুরি, চিকিৎসা সেবা, শিক্ষা, বাসস্থান, বিদ্যুৎ ও পানি সরবরাহ নানা সুযোগ-সুবিধা থেকে দীর্ঘ বছরের পর বছর বঞ্চিত হয়ে আসছে। শ্রমিক-কর্মচারীদের ন্যায়সঙ্গত এ সকল অধিকার প্রতিষ্ঠায় বন্দরের প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক-কর্মচারীরা সম্মিলিতভাবে ‘মংলা বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ’ গঠন করেছে। আজ বুধবার সকালে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। শ্রমিক নেতা খলিলুর রহমানকে সভাপতি ও এ,কে,এম সাহাবুদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই সংগঠনটি শ্রমিক-কর্মচারীদের ২১ দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top