সকল মেনু

দ্বিতীয়বারের চেষ্টায় জিতলেন তৃতীয় লিঙ্গের দিথী খাতুন

হটনিউজ ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়া পৌর নির্বাচনে নারী কাউন্সিলর প্রার্থী তৃতীয় লিঙ্গের দিথী খাতুনকে নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহল দেখা দিয়েছিল। অবশেষে সেই দিথী খাতুন এবারের নির্বাচনে ২১৭৯ ভোট পেয়ে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জয়লাভ করেছেন।

নারী কাউন্সিলর প্রার্থী তৃতীয় লিঙ্গের দিথী খাতুনের নির্বাচনী প্রতীক ছিল ‘আংটি’। ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দিথী খাতুন সর্বপ্রথম চুড়ি প্রতীক নিয়ে প্রার্থী হন। তবে ওই নির্বাচনে তিনি দ্বিতীয় অবস্থানে থেকে পরাজিত হন। দ্বিতীয়বারের প্রচেষ্টায় শেষ হাসিটি তিনিই হাসলেন।

এই সংরক্ষিত আসনে তার প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা ছিলেন- আনারস প্রতীকে মোছা. শাহানাজ খাতুন, চশমা প্রতীকে রূপা খাতুন, জবাফুল প্রতীকে হাসিনা আক্তার ও টেলিফোন প্রতীকে জাহানারা খাতুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top