সকল মেনু

আজ থেকে পিঁয়াজের কেজি ৪৭ টাকা

onion20130828221213 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৯ আগস্ট : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ বৃহস্পতিবার থেকে ৪৭ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি করবে। সেই সঙ্গে ট্রাকে করেও রাজধানীতে নিজ উদ্যোগে পিঁয়াজ বিক্রি করবে তারা। টিসিবি সূত্র জানায়, বুধবার ১শ টন পিঁয়াজ আমদানি করা হয়েছে। ঈদের পর হঠাৎ করে পিঁয়াজের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ৫ হাজার টন পিঁয়াজ আমদানির উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। এ পিঁয়াজ তিন কিস্তিতে আমদানি করা হবে। বুধবার প্রথম কিস্তি আমদানি করা হয়েছে।

টিসিবির গণসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘বৃহস্পতিবার থেকে রাজধানীর ৩৫টি স্থানে ট্রাকে করে কেজি প্রতি ৪৭ টাকা ধরে পিঁয়াজ বিক্রি করা হবে। পিঁয়াজের বাজার স্বাভাবিক করার লক্ষ্যে ৫ হাজার মেট্রিক টন আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে হিলি বন্দর থেকে ১শ মেট্রিকটন পিঁয়াজ রাজধানীতে আসার জন্য রওয়ানা হয়েছে।’

এদিকে বুধবারও খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৬৫ ও ভারতীয় ৭০ টাকা দরে বিক্রি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top