সকল মেনু

এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

দেশে করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের (২০২১) জুন নাগাদ এসএসসি পরীক্ষা নেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পাঠ্যপুস্তক উৎসব- ২০২১ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ের সময় মন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে করোনাপরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের জুন নাগাদ এসএসসি পরীক্ষা নেয়া হতে পারে। এছাড়া জুলাই- আগস্টে এইচএসসি পরীক্ষাও নেয়া হতে পারে।

তিনি আরো বলেন, ২০২০ সালের এইচএসসির পরীক্ষার ফলাফল শিগগির প্রকাশ করা হবে। এ বিষয়ে অধ্যাদেশ জারি সময়ের অপেক্ষা মাত্র।

প্রেস ব্রিফিংয়ে সরাসরি উপস্থিত হয়ে মন্ত্রী বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ১২ দিনে বই বিতরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top