সকল মেনু

পিএসএল শিরোপা জিতবে তামিমরাই, বললেন ইনজামাম

হটনিউজ ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে আজ মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। এই ম্যাচে করাচিকে হারিয়ে শিরোপা জিতবে তামিমদের লাহোর কালান্দার্স – এমনটিই বলেছেন পাকিস্তানি ব্যাটিং কিংবদন্তি ইনজামাম উল হক।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে ইনজামাম বলেছেন, ‘শিরোপা জয়ে লাহোর কালান্দার্সই ফেবারিট। কারণ ভাগ্য এবার ওদের সাথে আছে। গত চার পিএসএলে লাহোরকে ভাগ্য খুব একটা সহায়তা করেনি। এবার দেখছি ওরা ভাগ্যের সহায়তা পাচ্ছে। শেষ চারে পেশোয়ার জালমির বিপক্ষে হাফিজ অপরাজিত ৭৪ রান করে ম্যাচ জিতিয়েছিল। সে ম্যাচে হাফিজ কট বিহাইন্ড হয়েছিল, অথচ কেউ আবেদনই করেনি। যার ফলে লাহোর ঐ সময়টা কোনভাবে কাটিয়ে উঠতে পেরেছে। তাছাড়া হাফিজেরই একটি ক্যাচও হাতছাড়া হয়েছে। এসব দেখেই বোঝা যাচ্ছে ভাগ্য তাদের সঙ্গে আছে।’

লাহোরকে ফেবারিট মানার ব্যাপারে ক্রিকেটীয় ব্যাখ্যা দিয়েছেন ইনজামাম। প্রয়োজনের সময় দলের খেলোয়াড়দের জ্বলে ওঠার বিষয়টিকেই বড় করে দেখছেন তিনি। ইনজি বলেন, ‘লাহোরের খেলোয়াড়েরা সঠিক সময়ে জ্বলে উঠছে- এ কারণেই ওদেরকে এগিয়ে রাখছি। তবে করাচিও অসাধারণ খেলছে। খুবই ভালো বোলিং আক্রমণ আছে তাদের। দুই দলেরই বোলিং আক্রমণ ভালো। বোলিং আক্রমণের মধ্যেই আসল লড়াইটা হবে।’

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে পিএসএলের ফাইনাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top