সকল মেনু

আকাশপথ খুলে দেওয়ায় সৌদি বাদশাহকে ধন্যবাদ ট্রাম্পের

হটনিউজ ডেস্ক:

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে সৌদি আরবের আকাশপথ খুলে দেওয়ায় সৌদি বাদশাহকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে এই সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়, হোয়াইট হাউসের মুখপাত্র জাড ডিয়ার জানান, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সাথে ফোনালাপে আঞ্চলিক সুরক্ষা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন ট্রাম্প।
পারস্য উপসাগরীয় অন্যান্য আরব দেশের সঙ্গে ইসরায়েলের বিরোধ নিরসনে সৌদি আরবকে মধ্যস্থতা করারও অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত ৩১ অগাস্ট প্রথমবারের মতো ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের নিয়ে তেল আবিব থেকে একটি বাণিজ্যিক ফ্লাইট সৌদি আরবের ওপর দিয়ে সরাসরি আমিরাতের আবু ধাবিতে যায়।
এতোদিন ইসরাইলি ফ্লাইটের জন্য সৌদি আরবের আকাশসীমা নিষিদ্ধ ছিল। তবে এই বিশেষ ফ্লাইটটিকে সৌদি তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয়।

ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে বিমান চলাচলের জন্য আকাশসীমা খোলা রাখার সৌদি সিদ্ধান্তের ফলে ওই দুই দেশের মধ্যে যাতায়াতে কয়েক ঘণ্টা সময় কম লাগবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top