সকল মেনু

সারা বিশ্বে শিশুদের প্রতিষেধকের দুই-তৃতীয়াংশই তৈরি হয় ভারতে:মোদি

হটনিউজ ডেস্ক:

করোনার প্রতিষেধক নিয়ে আশার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারতের ওষুধ শিল্প যে বিশ্বের সম্পদ তা মহামারীর সময় আবারো প্রমাণিত। এখনও কোভিড-১৯ এর প্রতিষেধক উৎপাদনের জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে ভারতের বেশি কয়েকটি সংস্থা। মোদি বলেন আমি নিশ্চিত, করোনার প্রতিষেধক আবিষ্কার হওয়ার পরে তা তৈরি এবং বিপুল সংখ্যায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারত।

করোনার ওষুধের দাম নিয়ে মোদি বলেন, উন্নয়নশীল দেশের জন্য ওষুধের দামে নাগালের মধ্যে রাখার ক্ষেত্রে ভারতের ভূমিকা উল্লেখযোগ্য। সারা বিশ্বে শিশুদের জন্য যত প্রতিষেধক প্রয়োজন হয়, তার দুই-তৃতীয়াংশই তৈরি হয় ভারতে।

আগামী ১৫ আগস্টের মধ্যে বাজারে করোনাভাইরাসের টিকা আসবে কি না, তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এদিকে পরীক্ষার পর্যাপ্ত সময় হাতে না রেখে তড়িঘড়ি প্রতিষেধক বাজারে ছাড়ার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তার বিরোধীতা করেছেন চিকিৎসকদের একটি বড় অংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top