সকল মেনু

‘করোনাভাইরাস ঠেকাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৫০০ সদস্যের কমিটি’

হটনিউজ ডেস্ক:
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাঁচশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। নবগঠিত এ কমিটি করোনাভাইরাস মোকাবিলায় সর্বাত্মক কাজ করবে।

করোনাভাইরাস প্রতিরোধে দেশ শাটডাউন কিংবা লকডাউন করা হচ্ছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসের এই বিপদের মুহূর্তে দেশ ও জাতিকে রক্ষায় দেশ শাটডাউন বলেন, লকডাউন বলেন, পরিস্থিতি দেখে যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার, প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তই নেবেন।

আগামী ২৫ মার্চ (বুধবার) জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মোকাবিলায় তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top