সকল মেনু

বেগম জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে শর্ত বিবেচনার বিষয়টি ভাবা হবে: ওবায়দুল কাদের

হটনিউজ ডেস্ক:

বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি দ্বিমুখী আচরণ করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে শর্ত বিবেচনার বিষয়টি ভাবা হবে।

রবিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার জামিন নিয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এটা দুর্নীতির মামলা, রাজনৈতিক নয়, তাই সরকারের কিছু করা নেই। তবে প্যারোলের আবেদন করলে প্যারোলের শর্ত বিবেচনা করে বিষয়টি ভাবা হবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মানবিক দিকটি আদালত দেখবে কি না আদালতের বিষয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top