সকল মেনু

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১১১৫

WUHAN, CHINA – JANUARY 17: WUHAN, CHINA – JANUARY 17: (CHINA OUT) Medical staff transfer patients to Jin Yintan hospital on January 17, 2020 in Wuhan, Hubei, China. Local authorities have confirmed that a second person in the city has died of a pneumonia-like virus since the outbreak started in December. (Photo by Getty Images)

হটনিউজ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১১৫ জনে দাঁড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৬৫ জন। বুধবার (১২ ফেব্রুয়ারি) চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানায় ব্লুমবার্গ।

গতকাল মঙ্গলবার চীনে ৯৪ জন মারা গেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রায় দু’শ মার্কিন নাগরিককে অন্তত দুই সপ্তাহ ধরে আলাদা রাখার পর বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত তাদের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের সেনা ঘাঁটিতে রাখা ছিল।

চীন থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাদের পর্যবেক্ষণে রাখা ছিল। তবে ওই ১৯৫ জন মার্কিনির কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। জানা গেছে, চীনের বাইরে এখন পর্যন্ত ২৪ দেশে ৩৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top