সকল মেনু

পদ্মাসেতুতে আজ বসছে ২৪তম স্প্যান

হটনিউজ ডেস্ক:
শরিয়তপুরের জাজিরা প্রান্তে বসছে পদ্মাসেতুর ২৪তম স্প্যান। ৩০ ও ৩১ নম্বর পিলারে ২৪তম স্প্যান ‘৫-এফ’ বসানোর হচ্ছে। এতে দৃশ্যমান হবে সেতুর ৩৬০০ মিটার। ২৩তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৪তম স্প্যানটিও বসানো হচ্ছে।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিলারে অস্থায়ীভাবে রাখা স্প্যান নিয়ে রওয়ানা করে ভাসমান ক্রেন। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে নির্ধারিত পিলারের সামনে এসে পৌঁছায়।

প্রকৌশলী সূত্রে জানা যায়, বর্তমানে স্প্যান বহনকারী ক্রেনটি নোঙর করার কাজ চলছে। এরপর তোলা হবে পিলারের উচ্চতায়। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৮টি পিলারের কাজ শেষ।

বাকি আছে ৪টি পিলারের কাজ। যা শেষ হবে আগামী এপ্রিলে। আর পদ্মাসেতুতে ৪১টি স্প্যানের মধ্যে ২৩টি বসানো শেষ হয়েছে। বাকি আছে ১৮টি। বাকিগুলো আগামী জুলাইয়ের মধ্যে বসে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top