সকল মেনু

পুনর্বাসন ছাড়া বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না: তাবিথ

হটনিউজ ডেস্ক:
কড়াইল বস্তিবাসীর উদ্দেশে ঢাকা সিটি উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, পুনর্বাসন ছাড়া বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না।

তিনি বলেন, গুলশান-বনানীতে সবচেয়ে ধনীরা বসবাস করে তারপাশে কড়াইল বস্তিতে সবচেয়ে হতদ্ররিদ্ররা বসবাস করেন। ধনী দরিদ্রের এমন বৈষম্য থাকতে পারে না। তাই তাদের জন্য আগে দীর্ঘমেয়াদী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।

আজ রবিবার সকাল পৌনে ১১টায় রাজধানীয় কাড়াইল বস্তি মোশাররফ বাজার গেট থেকে ১৭তম দিনের গণসংযোগের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তবিথ আউয়াল বলেন, সময় এসেছে রুখে দাঁড়ানোর জন্য। অনেক ভয়ভীতি আসবে। ভয়কে জয়কে ঐক্য হয়ে ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। নিজেদের উন্নয়নে ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিবেন।

গণসংযোগে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি নেতা মো. শাহজাহান, খন্দকার আবু আশফাক, আহসান উল্লাহ হাসান, সাবেক এমপি শাম্মি আক্তার, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাবেক সহ সভাপতি আলী আকবর চুন্নু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন প্রমুখ।

এছাড়া ঢাকা উত্তর সিটি নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক হোসেন ভুইয়া (ঠেলাগাড়ি মার্কা) ২০ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান বাচ্চু ( ব্যাডমিন্টন র‌্যাকেট মার্কা), ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী পেয়ারা মোস্তফা (গ্লাস মার্কা) অংশ নেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top