সকল মেনু

জাতীয় পদ্মাসেতুতে ১৯তম স্প্যান বসছে বুধবার

হটনিউজ ডেস্ক:

অনুকূল আবহাওয়া ও কারিগরি ত্রুটি দেখা না দিলে আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) পদ্মাসেতুর ২০ ও ২১ নম্বর পিলারের উপর বসতে পারে ১৯তম ‘৪-সি’ স্প্যান।

জাজিরা ও মাওয়া প্রান্তের মধ্যবর্তী স্থানে ১৯তম স্প্যানটি স্থায়ীভাবে বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ২ হাজার ৮৫০ মিটার। ১৮তম স্প্যান বসানোর সাত দিনের মাথায় বসতে যাচ্ছে ১৯তম স্প্যানটি।

নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মাসেতুর এক প্রকৌশলী জানান, ‘৪-সি’ স্প্যান বর্তমানে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত করে রাখা আছে।

বুধবার সকাল সাড়ে ৮টায় মাওয়া থেকে ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন স্প্যানটিকে নিয়ে যাবে ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন।

অনুকূল আবহাওয়া ও কারিগরি কোনো ত্রুটি দেখা না দিলে ৩-৪ ঘণ্টার মধ্যেই স্প্যানটিকে নির্ধারিত পিলারের উপর বসিয়ে দেওয়া সম্ভব হবে। ১৯তম স্প্যান বসিয়ে দৃশ্যমান হবে সেতুর ২ হাজার ৮৫০ মিটার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top