সকল মেনু

৩ জনের মৃত্যু

images (9)ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামে ধরলা নদীতে ডুবে রাজু মিয়া (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ পাড়ার সাইফুল ইসলামের পুত্র। তার পারিবারিক সূত্রে জানায়,সে ঈদের পরের দিন শনিবার সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে তার খালার বাড়ীতে বেড়াতে যায়। প্রচন্ড গরমের কারনে সে ধরলা নদীতে তার কয়েকজন খালাত ভাইসহ গোসল করতে যায় এবং নদীর তীব্র স্রোতের তোড়ে পড়ে যায় তখন সাথে সাথে সে পানিতে ডুবে যায়। অনেক খোঁজা খুজির পর রাজুকে না পেয়ে রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে রংপুর থেকে ডুবুরী দল এসে তার লাশ উদ্ধার করে। অন্যদিকে, আগুনে পুড়ে জাহানারা বেগম (৪০) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার রাজীবপুর উপজেলার দক্ষিন কাচারি পাড়া গ্রামে বিকেলে এ ঘটনা ঘটে। এছাড়া কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুতের তারে সংযোগ দিতে গিয়ে সালমান শাহ (১৭) নামে এক যুবক তার নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। জানা যায়,রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের উত্তর বন্দবেড় গ্রামের সোহরাব হোসেনের পূত্র সালমান শাহ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top