সকল মেনু

মুম্বাইয়ে ভারী বর্ষণে ১৬ জনের মৃত্যু

হট নিউজ ডেস্ক
ভারতের বন্দরনগরী মুম্বাইয়ে টানা বৃষ্টিপাতে মঙ্গলবার ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত দুদিনে ৫৪০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। ভারী বৃষ্টির কারণে মুম্বাই বন্যা ঝুঁকিতে রয়েছে। খবর এনডিটিভি।

এদিকে বৃষ্টির কারণে রানওয়ে থেকে একটি উড়োজাহাজ ছিটকে পড়ায় ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

এ ছাড়া বহু ট্রেনের শিডিউল পরিবর্তনের পাশাপাশি বাতিল করা হয়েছে। বৃষ্টির কারণে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার মুম্বাইয়ের কাছের একটি এলাকায় শুধু ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সারারাত ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে পরবর্তী ২৪-৪৮ ঘণ্টা পর্যন্ত মুম্বাই ও আশপাশের নিম্নাঞ্চলে আরও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস।

ভারতের বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানায়, ৩-৫ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টির কারণে মুম্বাই বন্যা ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে এই সময়ের মধ্যে ২০০ মিলিমিটারের মতো বৃষ্টি ঝরতে পারে প্রতিদিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top