সকল মেনু

সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ফারহানা

হটনিউজ২৪ ডেস্ক: 

একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনে তিনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন বলে জানা গেছে।

ব্যারিস্টার রুমিন ফারহানা দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

উল্লেখ্য, বিএনপির একটি নারী আসনের জন্য গত বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে ২০ মের মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২১ মে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে এবং ভোট ১৬ জুন।

একাদশ সংসদে যোগ দেওয়ায় নিয়মানুযায়ী একজন নারী সংসদ সদস্য পাবে বিএনপি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top