সকল মেনু

ফাঁদ থেকে মুক্তি পেয়ে বনে গেল বাঘ

tiger-sm20130806131520হটনিউজ২৪বিডি.কম,সিলেট: মৎস্য খামারির ফাঁদে আটকা পড়েছিল। মানুষের রূঢ় আচরণে জীবন সংকটাপন্ন হয়ে গিয়েছিল প্রায়। অবশেষে পুলিশের তৎপরতায় মুক্ত হয়ে বনে ফিরে গেছে একটি চিতা (মেছো)বাঘ।মঙ্গলবার বিকেলে বনবিভাগের কর্মকর্তারা চিতা বাঘটিকে সিলেটের খাদিম নগর জাতীয় উদ্যানে ছেড়ে দেয়।বনবিভাগ ও পুলিশ সূত্র জানায়, সিলেটের জৈন্তাপুর এলাকার পাখিরটুল এলাকায় মৎস্য খামারিরা ফাঁদ পেতে সোমবার দিবাগত রাতে একটি চিতা বাঘ আটক। বিষয়টি জানাজানি হলে জৈন্তাপুর থানা পুলিশ বাঘটি উদ্ধার করে।সূত্র আরও জানায়, নির্যাতনের কারণে বাঘটি দুর্বল হয়ে পড়েছিল। বনবিভাগের কর্মকর্তারা মঙ্গলবার বিকেলে বাঘটিকে জৈন্তাপুর পুলিশের কাছ থেকে নিয়ে এসে খাদিম নগর জাতীয় উদ্যানে অবমুক্ত করে।সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিইজি এম শাখাওয়াত হোসেন বাঘটিকে সিলেট খাদিম নগর সংরক্ষিত বনে অবমুক্ত করেন।এ ব্যাপারে  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েল প্রাণী অধিকার বিষয়ক সংগঠন প্রাধীকার সভাপতি রাহুল দাস তালুকদার এ ব্যাপারে বলেন, ‘মেছো বাঘ মাঝারি আকারের বিড়ালগোত্রীয় এক ধরণের স্তন্যপায়ী বন্যপ্রাণী। বাংলাদেশে এরা স্থানীয়ভাবে মেছোবাঘ নামেই পরিচিত।তিনি জানান, বিগত কয়েক দশকে মেছো বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। জনবসতি স্থাপন, কৃষি জমিতে রূপান্তর ও অন্যান্য কারণে মেছোবাঘের আবাসস্থল দিন দিন কমে যাচ্ছে। তাই তারা লোকলয়ের দিকে চলে আসছে। বাংলাদেশে বিপন্ন হয়ে যাওয়া এই প্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসা উচিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top