সকল মেনু

দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা চিত্রনায়ক অনন্ত জলিলের

হটনিউজ ডেস্ক: দেশে প্রথমবারের মত আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘যুক্তির আলোয় দেখি’। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গত শনিবার প্রতিযোগিতার উদ্বোধন এফডিসিতে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে ঢাকা বিশ^বিদ্যাল ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ হিতৈষী, বিশিষ্ট চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ততার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে নিয়োজিত চিত্রনায়ক অনন্ত জলিল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের এফডিসির মঞ্চে এমন তুখোর বক্তব্য দেখে বিমহিত হয়ে যান। তিনি বলেন দৃষ্টি প্রতিবন্ধী এই শিক্ষার্থীদের মধ্যে যে জ্ঞান, বুদ্ধি, তীক্ষন্নতা রয়েছে তা অনেক অপ্রতিবন্ধী মানুষের মধ্যেও নেই। সকল সীমাবন্ধতাকে কাটিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজক হাসান আহমেদ চৌধুরী কিরণের অনুরোধে সারা দিয়ে তাৎক্ষনিকভাবে অনন্ত জলিল ৫জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের লক্ষ্যে চাকুরী প্রদানের ঘোষণা দেন। এছাড়াও তিনি দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকদের এ আয়োজনকে সাফল্য মন্ডিত করে তোলার লক্ষ্যে আর্থিক অনুদানের কথাও ঘোষণা করেন। তার এই ঘোষণায় এফডিসিতে উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেগ আপল্লুত হয়ে পড়ে। তারা তাঁকে তাদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ গ্রহণ করার অনুরোধ করে। অনন্ত জলিলও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে পেয়ে তাঁদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ তাদের নানা সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প-গাথা মন দিয়ে শুনেন। ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনন্ত জলিলকে জানান দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরাও সুযোগ পেলে তারাও তাদের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম। তাই আপনাদের মতো সমাজ হিতৈষীদের এগিয়ে আসা জরুরী। তিনি জানান এই প্রতিযোগিতায় ঢাকা বিশ^বিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ এবং ইডেন মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকরা অংশগ্রহণ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top