সকল মেনু

রামুর লুট হওয়া বৌদ্ধ মূর্তিসহ আটক ১

ramu-buddho-sm20130805084831ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম ,কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় গত বছরের ২৯ সেপ্টেম্বরের সহিংস ঘটনায় বৌদ্ধ বিহার থেকে লুট হওয়া চারটি বুদ্ধ মূর্তিসহ রাশেদকে (২৪) আটক করেছে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।সোমবার বিকেলে একটি স্কুলব্যাগে ভরে মূর্তিগুলো কক্সবাজারে পাচারের সময় রামু চৌমুহনী স্টেশন থেকে তাকে আটক করা হয়।

আটক রাশেদ (২৪) মিয়ানমারের নাগরিক। তার বাবার নাম মৃত আবুল মাসুদ। রাশেদ কক্সবাজার শহরে ৬ নম্বর ঘাট এলাকায় বসবাস করেনরামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বাংলানিউজকে জানান, উদ্ধার করা প্রতিটি মূর্তির উচ্চতা প্রায় আট ইঞ্চি। ওজন চার থেকে পাঁচ কেজি। চারটির মধ্যে দুটি মূর্তি ভাঙা।

তিনি জানান, মূর্তির গায়ে পোড়া চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে মূর্তিগুলো ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধ বিহার থেকে লুট করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top