সকল মেনু

বিএসটিআইর ভেজালবিরোধী বিশেষ অভিযানে, ৬০ হাজার টাকা জরিমানা

হটনিউজ ডেস্ক: বিএসটিআই, ঢাকা এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসীনা নাসরিন এর নেতৃত্বে এপিবিএন-১১ এর সহযোগিতায় মহানগরীর নয়াবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে নয়াবাজার এলাকায় অবস্থিত ঢাকা ট্রেডার্স, আইয়ুব এন্ড ব্রাদার্স, আল-আমিন ট্রেডিং, শাহীন এন্ড ব্রাদার্স এবং তাহসীন এন্টারপ্রাইজ, নয়াবাজার, ঢাকা এর কারখানা পরিদর্শন করে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করে ঢেউ টিন পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় বিএসটিআই অর্ডিন্যান্স, ১৯৮৫ ও বিএসটিআই এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট’ ২০০৩ এর ২৪ ও ৩১(এ) ধারা লংঘনের দায়ে সর্বমোট ৬০,০০০.০০ টাকা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top