সকল মেনু

নারীর উন্নয়নে কাজ করার জন্য পুনাক নেতৃবৃন্দের প্রতি আহ্বান আইজিপির

হটনিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করার জন্য পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। আইজিপি আজ রোববার সকালে রাজধানীর রমনায় নবনির্মিত পুনাক কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে পুলিশ এগিয়ে যাচ্ছে। পুলিশের পাশাপাশি পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে। তিনি পুলিশ পরিবারের সদস্যদের জনকল্যাণমূলক ও সৃজনশীল কাজের প্রশংসা করে বলেন, সমিতির সদস্যদের স্বাবলম্বী করা ছাড়াও শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে পুনাক উল্লেখযোগ্য অবদান রাখছে। পুনাক সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান বলেন, পুনাক কমপ্লেক্স ভবন নির্মাণ পুনাকের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি পুনাককে দেশের নারী সমাজের জন্য একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। নবনির্মিত ১০ তলা ভিত বিশিষ্ট পুনাক কমপ্লেক্স ভবনের প্রতিটি ফ্লোরের আয়তন ৩ হাজার বর্গফুট এর নীচ তলায় থাকবে দোকান ও শো রুম, দ্বিতীয় তলায় অফিস, তৃতীয় তলায় কনফারেন্স ও রেস্ট রুম এবং চতুর্থ তলায় ট্রেনিং সেন্টার। অন্যান্য তলায় ডরমেটরি নির্মাণ করা হবে। উল্লেখ্য, পুনাক একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। পুনাকের রয়েছে নিজস্ব ব্লক ও বাটিকের কাজ, দুইটি শো-রুম, কম্পিউটার ট্রেনিং সেন্টার, কোরআন শিক্ষার স্কুল, চিত্রাংকন স্কুল, গানের স্কুল, নাচের স্কুল এবং বয়স্ক শিক্ষার স্কুল। এসব প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top