সকল মেনু

রোহিঙ্গা মুসলিম শরণার্থীর দুই হাজার পরিবারকে ত্রাণ বিতরণ

হটনিউজ ডেস্ক: বেসরকারি সংস্থা ‘ঘরনী’র সহযোগিতায় হিউম্যান নেসেসিটি ফাউন্ডেশন-ওয়ার্ল্ড-এর অনুদানে সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা মুসলিম শরণার্থীর ২০০০ হাজার পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ করা হয়। এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান মন্ত্রীর কার্যালয়ের তালিকা অনুযায়ী প্রত্যেক শরণার্থীর পরিবারকে লুঙ্গি, থামি, কম্বল, মশারি, মাদুর, প্লেট, গ্লাস, জগ, বাটি, কলস, ও বদনা, দেয়া হয়। বিতরণ করেন ‘ঘরনী’র নির্বাহী পরিচালক, রওশন আরা রেখা, উপদেষ্টা, মুহাম্মদ আবদুল হামিদ, এইচ এন এফ এর প্রতিনিধি রেজাউল করিম, মিসেস উম্মে নাইরী খালেদ ও সেচ্ছা সেবকরা। এইচ এন এফ এর টিম লিডার শেখ নাছের জাবেদ এর উদ্যোগে এ জরুরি অনুদান পাওয়া যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top