সকল মেনু

ব্যাটম্যানদের হারিয়ে চাপে বাংলাদেশ


মিরপুর টেস্টের তৃতীয় দিনে দারুণ শুরুর পরও তামিম-সাকিবের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মুশফিক-সাব্বির জুটির বড় স্কোরের স্বপ্ন দেখালেও বেশিদূর যেতে পারেননি তারা।
অনেকটা তাসের ঘরের মতোই ভেঙ্গে পড়লো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

এরপর মাঠে নেমে অনেকটা নিজের মতো করেই এগিয়ে নিচ্ছেন অধিনায়ক মুশফিক। তবে ভাগ্য পক্ষে ছিল না। রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। এরপর নাসির হোসেনও দলের হাল ধরতে পারলেন না। দলকে নিতে  তবে মাঠে নেমে  হাল ধরেছে অধিনায়ক মুশফিক। তামিমের পর এবার তিনিও তুলে নিলেন হাফসেঞ্চুরি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ২০৫ রান। লিড ২৪৮ রান। এখন চা পানের বিরতি চলছে।

দিনের শুরুতে নাথান লায়নের ঘূর্ণিতে বিদায় নেন তাইজুল ও ইমরুল। দলের রান যখন ৬১ তখন ব্যক্তিগত ৪ রানে করে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তাইজুল। এরপর স্কোর বোর্ডে মাত্র ৬ রান যোগ করতেই ওয়ার্নারের তালুবন্দী হন ইমরুল। তার ব্যক্তিগত সংগ্রহ ২ রান। এরপর মাঠে নামেন অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে, অপরপ্রান্ত আগলে রাখেন তামিম। ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক তুলে নেন তিনি। ১০৩টি বল খেলে ৬টি চার পান তিনি।

অবশেষে ব্যক্তিগত ৭৮ রানে বিদায় নেন তামিম। খেলেছেন ১৫৫ বল, যেখানে ৮টি চারের মার ছিল। প্যাট কামিন্সের বলে ম্যাথু ওয়েড এর তালুবন্দী হন তিনি। দলের সংগ্রহ তখন ১৩৫ রান। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সাকিব।
দলীয় রান ১৪৩ তে পৌঁছালে ব্যক্তিগত ৫ রানে বিদায় নেন তিনি। লায়নের বলে কামিন্সের হাতে ধরা পড়েন সাকিব।

এরপর মুশফিক-সাব্বির জুটি যখন দলকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন ঠিক তখনই দুর্ভাগ্যজনক একই রান আউটের ফাঁদে পড়েন মুশফিক। এরপর ধারাবাহিকভাবে বিদায় নেন নাসির ও সাব্বির।

এর আগে দ্বিতীয় দিনের শেষ বেলায় ২২ ওভার ব্যাট করে সৌম্য সরকারকে হারিয়ে ৪৫ রান করে বাংলাদেশ। সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পাওয়া স্বাগতিকরা এগিয়ে থাকে ৮৮ রানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top