সকল মেনু

দেখুন মোমের মধুবালাকে…

অকালে প্রান হারালেও মমতাজ জাহান দেহলভী এখনো হিন্দি সিনেমার নারী অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বড় আইকন। যিনি সবার কাছে পরিচিত মধুবালা হিসেবে।

সম্প্রতি দিল্লিতে মাদাম তুসো জাদুঘরে তার মূর্তি স্থাপন হয়েছে। সেই চিরচেনা ভঙ্গিতেই মাদাম তুসোতে জায়গা করে নিয়েছেন মধুবালা।

বলিউডের ‘দ্য ভেনাস অব ইন্ডিয়ান সিনেমা’ পরিচিত মধুবালা মাত্র ৩৬ বছর বয়সে ১৯৬৯ সালে মারা যান।

মধুবালার জনপ্রিয় কয়েকটি সিনেমা হলো ‘মহল’, ‘অমর’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘মুঘল ই আজম’ ও ‘বারাসাত কী রাত’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top