সকল মেনু

বাংলাদেশ সফরের টেস্ট দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে সুযোগ পেয়েছেন পেসার জ্যাকসন বার্ড। অন্যদিকে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন প্যাটিনসন।

শনিবার সকালে দল ঘোষণা করে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তার ডেপুটি হিসেবে রয়েছেন ডেভিড ওয়ার্নার।

দলের অন্য সদস্যরা হলেন- অ্যাস্টন আগার, জ্যাকসন বার্ড, হিল্টন কার্টরাইট, পেট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশুয়া হ্যাজলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশো, মিচেল সেপসন ও ম্যাথু ওয়েড।

১৮ আগস্ট অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার কথা। তারপর দুই টেস্টের সিরিজ। যেটা ঝুলে গিয়েছিল। বোর্ডের দেয়া চুক্তির প্রস্তাব মানেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এক মাস বেকার থেকেই লড়ে গেছেন। নিজেদের দাবি আদায় করে ইতিহাসে নতুন এক উদাহরণ সৃষ্টি করেছেন।

২২-২৩ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে অংশ নেবে অস্ট্রেলিয়া। এরপর ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্ট এবং ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top